লকডাউন : বরিশালে তৃতীয় দিনে ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

লকডাউন : বরিশালে তৃতীয় দিনে ১০৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়ণে তৃতীয় দিনে বরিশাল নগরীসহ জেলার ১০ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা এবং উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লক্ষ ৩৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।

 

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ‘সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউনের শুরু থেকেই জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশ সদস্যরা।

 

তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে লকডাউনের তৃতীয় দিনে বরিশাল নগরীতে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনভর অভিযানে তারা ৫০টি মামলায় ৫০ জনের কাছ থেকে ৫৯ হাজার ৪শত টাকা জরিমানা আদায় করেন।

 

একই সময় জেলার ১০টি উপজেলায় মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫৮টি মামলায় মোট ৫৮ জনের কাছ থেকে ৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

করোনা মহামারীর মধ্যে সরকারের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দেয়ার অপরাধে দণ্ডবিধির-২৬৯ ধারায় পৃথক মোবাইল কোর্টে জরিমানা করা হয় বলে মিডিয়া সেলে জানানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ