ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
রাতে সন্তান প্রসব করল তরুণী সকালে চলে এল এসএসসি পরীক্ষার হলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ওই কিশোরী প্রসূতি।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, এক বছর আগে নাজিরপুর উপজেলায় মেয়েটির বিয়ে হয়। বুধবার রাতে সে বাবার বাড়িতে একটি ছেলেসন্তান প্রসব করে। এরপর আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে সে আবার একই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবার বাড়ি চলে গেছে।
ওই কিশোরীর মা বলেন, ‘বুধবার রাতে আমার মেয়ে একটি ছেলেসন্তান প্রসব করে। এরপর চিন্তায় ছিলাম, মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না। আমার মেয়ে সাহস করে পরীক্ষা দিয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে বলে জানাল।’
যে বিদ্যালয় থেকে ওই কিশোরী এসএসসি পরীক্ষা দিচ্ছে, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েটি বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়েছে সে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক