ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার স্কুলে ব্যাগ ও খাতা বিতরণ করা হয়েছে। সোমবার ১২টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্প ব্রীজ স্কুলে ৫৪ জন শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও খাতা বিতরণ করা হয়।
এতে গহিনখালী ব্রীজ স্কুলের সভাপতি মোঃ বজলুর রহমান প্যাদার সভাপতিত্বে, প্রধান অতিথি রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কামাল পাশা, পটুয়াখালী জেলা যুবলীগ নেতা মোঃ রাসেল খান, এরিয়া কো-অর্ডিনেটর মো. জিয়াউর রহমান, ব্রীজ স্কুলের সুপারভাইজার শেখ হাফিজ, স্কুলের শিক্ষীকা মোসাঃ সুমা আক্তার, মোসাঃ তামান্না উপস্থিত ছিলেন। নতুন ব্যাগ ও খাতা হাতে পেয়ে উচ্ছাসিত হয়েছে কোমলমতি শিশুরা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক