ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মে ১৫, ২০২১
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে রাঙ্গাবালী থানায় নেয়া হয়েছে।
নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকান দিত। রাত ১১টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রলারেই মৃত্যু হয়।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনা তদন্তে মাঠে রয়েছে পুলিশ। ইতিমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক