ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক কারিগর (৬২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টা ৩০সের সময় উপজেলার সদর ইউনিয়নের জুগির হাওলা গ্রামের মৃত্যু হাবিব কারিগরের ছেলে সিদ্দিক কারিগর নিহত হন। স্থানীয় লোকজন জানান, জুগির হাওলা গ্রামে নারিকেল গাছের আগাছা পরিষ্কার করছিলেন সিদ্দিক কারিগর এমন সময় গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিক।
রাঙ্গাবালী থানার (ওসি তদন্ত) আব্দুস ছালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক