ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৩
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী-কমিশনার মোঃ রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, পটুয়াখালীু জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল। পড়ে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়।
সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাবিবুর রহমান, রাঙ্গাবালী থানার তদন্ত (ওসি) আব্দুস সালাম, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান, উপজেলা বিএরডি কর্মকর্তা রিপন খন্দকার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
MD
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক