ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফইনাল খেলায় মুখোমুখি হয় রাঙ্গাবালী সদর ইউনিয়ন বনাম ছোটবাইশদিয়া ইউনিয়ন অংশগ্রহন করেণ।
এতে ৬০ মিনিটের মধ্যে কোন গোল না হওয়ার কারণে ট্রাইবিকারের মধ্যে ছোটবাইশদিয়া ইউনিয়ন বিজয় লাভ করেণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদের সভাপতিত্তে¡, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতারণ করেণ প্রধান অতিথি পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের উপদেষ্টা ডাক্তার দিলিপ কুমার দাস, ক্রীড়া ও সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি জাহিদ হাসান সাগর, ও সাধারণ সম্পাদক বাবু তালুকদার প্রমূখ।
খেলা শেষে উভয় দলের প্লেয়ার দের মাঝে মেডেল বিতারণ করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেণ মোঃ বাদন তালুকদার, মোঃ সাহির ও মোঃ সিমুল।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক