ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: কমিউনিটি পুুলিশিং ডে প্রোগাম উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে র্যালি আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার সকাল ৯ টা ৩০ সের সময় রাঙ্গাবালী থানার সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলা প্রধান প্রধান সরক গুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে থানা কমপ্লেক্সে আলোচনা সভা করা হয়।
সভা শেষে কেক কাটা হয়েছে। এতে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেক মুহিদ,পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান শিমুল, মৌডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান রাসেল, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হোসেন ফরহাদ, বাহেরচর বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মোঃ আব্বাস উদ্দিন হাওয়ালাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম বিপ্লব, রাঙ্গাবালী মাডেল মাধ্যকমিক বিদ্যলয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মালেক মাস্টার, বড়বাইশদিয়া ইউনিয়ান আওয়ামীলীরে সভাপতি হেলাল উদ্দিন সান্টু, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজু হাওলাদার, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য বাবু তালুকদার-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক