মেহেরপুর উপজেলা আ.লীগের সভাপতি চুন্নু, সম্পাদক মোমিন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

মেহেরপুর উপজেলা আ.লীগের সভাপতি চুন্নু, সম্পাদক মোমিন
নিউজটি শেয়ার করুন

 

মেহেরপুর প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মেহেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ও সম্পাদক হিসেবে মোমিনুল ইসলাম মোমিন এর নাম ঘোষনা করা হয়।

 

 

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পৌর অডিটোরিয়াম অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন।

 

 

এর আগে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সন্ধ‍্যার পর থেকে সকল প্রার্থীদের নিয়ে মেহেরপুর কমিউনিটি সেন্টারে বসে আলোচনা করেন। বি এম মোজাম্মেল হক এর পরামর্শ ক্রমে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ