ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২
মেহেরপুর প্রতিনিধিঃ দু-দফা মেহেরপুরের স্থানীয় নেতাদের সাথে বৈঠক করে অবশেষে মেহেরপুর সদর, গাংনী উপজেলা, মেহেরপুর পৌর ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্ব থাকা বিএম মোজাম্মেল হক এই তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৯, ২০, ২১ ও তারিখ তারিখ এই চারটি ইউনিটের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবসত সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণের জন্য দু-দফা বৈঠক করেন বিএম মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, সদস্য অ্যাড. আব্দুস সালাম, আসলাম শিহির, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক