মৃত ডাক্তারের স্বাক্ষরে দেওয়া হতো টেস্টের রিপোর্ট!

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

মৃত ডাক্তারের স্বাক্ষরে দেওয়া হতো টেস্টের রিপোর্ট!
নিউজটি শেয়ার করুন

 

রাজধানীর শ্যামলীর ১ নম্বর রোডের অনিক ভিলার তিন তলায় থাইরয়েড সেন্টার। সেখানে কাজ করতেন ডাক্তার মনিরুজ্জামান। তিন মাস আগে পৃথিবী থেকে চলে যান তিনি। মনিরুজ্জামান মারা গেলেও তার সই নকল করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।

 

এছাড়াও হাইপোথাইরয়েড সম্পর্কিত হরমোনাল টেস্টের বিভিন্ন পরীক্ষার ফল নিয়ে জালিয়াতি করছিল থাইরয়েড সেন্টারটি। এসব অভিযোগে শনিবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৭ নভেম্বর) সকালে এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

 

অভিযান শেষে সারওয়ার আলম জানান, আজকের অভিযানে এই প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও জালিয়াতি ধরা পড়েছে। হাইপোথাইরয়েড সম্পর্কিত হরমোনাল টেস্টের জালিয়াতির দায়ে হাইপোথাইরয়েড সেন্টারের দুই কর্মচারীকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

 

সাজাপ্রাপ্তরা হলেন- সোহেল রানা (৩৪) ও মো. রাসেল (২১)।

 

সারওয়ার আলম আরও বলেন, অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল বাকের পালিয়েছেন। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে। এখনও এই এলাকার অন্য হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ