ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ আগষ্ট (শনিবার) সকাল ১১ টায় কালেজ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক মোল্যা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ আমীর খসরুর সভাপতিত্বে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা পালন ও শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খান শামীম রহমান, বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ কলেজের শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
বক্তারা অভিভাবকদের উদ্যেশ্যে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সুফল ও কুফল সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া বিষয়ে বলেন বক্তারা। পরিশেষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা পালনে ভূমিকা রাখার আহবান জানান তারা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক