ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরিবারে সচ্ছলতা ফিরিয়ে এনে নববিবাহিতা স্ত্রী ও বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে মাত্র দুই বছর আগে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জেলার বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবক মহসিন হোসেন মিথুন (৩৩)। সেখানে একটি কোম্পানিতে ভাল বেতনে তার চাকরিও হয়েছিল। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করবেন। এক নিমিষে তার সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত আটটার দিকে মালয়েশিয়ার শাহআলম নামকস্থানের বাড়িতে বেতনের টাকা পাঠিয়ে রাস্তা পারাপারের সময় প্রথমে প্রাইভেটকার ও পরে বাসের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন রেমিটেন্স যোদ্ধা মিথুন।
নিহত মিথুন বানারীপাড়া ভূমি অফিসের কর্মচারী প্রয়াত মো: হারেস আকনের জ্যেষ্ঠ ছেলে। মিথুনের এ মর্মান্তিক মৃত্যুর খবরে আত্মীয়-স্বজনসহ পুরো বানারীপাড়া বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্যের সিসিটিভি একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর তা দেখে স্বজনদের কষ্ট আরও বেড়ে গেছে। মিথুনের স্ত্রী ও বিধবা মা বিলাপ করে বার বার মূর্ছা যাচ্ছেন। তারা দ্রুত মিথুনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণায়য়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক