ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
ভোলা : ভোলার মনপুরা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার রাতে জংলারখালসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব (১৬) উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার ৩নং ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে মাস্টারহাট বাজারসংলগ্ন মাঠে ক্রিকেট খেলে মোটরসাইকেলে হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকায় বন্ধুদের নিয়ে খালা বাড়িতে বেড়াতে যান সজিব।
রাতে মোটরসাইকেলে খালার বাড়ি থেকে ফেরার পথে জংলারখাল ব্রিজের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোর ৪টা দিকে সেখানে চিকিৎসাধীন থেকে সজিবের মৃত্যু হয়।
এই ব্যাপারে মনপুরা সদর হাসপাতালের আবাসিক ডা. রাফেদুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্র সজিব চিকিৎসাধীন থেকে শনিবার ভোরে মৃত্যুবরণ করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক