ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ সাগর উপকূল উপজেলা রাঙ্গাবালীতে টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকারে নামবেন পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলেরা। তাই জাল ও ফিশিং বোটসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুত নিচ্ছেন তারা।
শনিবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাবেন। মাছ ধরাকে কেন্দ্র করেই কর্মব্যস্ত হয়ে পড়বেন তারা। ইলিশ শিকার করে গত ২ মাসের ধার-দেনা পরিশোধের পাশাপাশি ক্ষতি পুশিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলেও আশাবাদী জেলেরা।
সাগর উপকূলের বিভিন্ন ঘাটে জাল প্রস্তুতের পাশাপাশি ফিশিং বোট মেরামত করছেন জেলেরা। মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং খাদ্য সামগ্রী ট্রলারে তুলছেন কেউ কেউ।
অনেকে আবার নতুন করে জাল করছেন। ট্রলার প্রস্তুতে ব্যস্ততায় কাটছে তাদের সময়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, সাগরে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরা গত ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধনকৃত ১২৮২০ জন জেলে রয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক