ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পিরোজপুর মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরামবাগ মহল্লার একটি পাকা ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানায়।
সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থলের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, আশিকুর রহমান আরামবাগ এলাকার একটি ভাঙ্গা বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় ।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক