ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়া অঞ্চল) পুলিশ অভিযান চালিয়ে নিজাম হাওলাদার (২৮) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত নিজাম উপজেলার ভেচকি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সদর রোডের সমবায় ব্যাংকের সম্মূখ সড়ক এলাকা থেকে নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে নিজাম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক