ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল: পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মামুন মোল্লা (৩৫) নামের এক যুবককে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বড় মাছুয়া-তুষখালী সড়কের বেপারী বাড়ির কালভার্টের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মামুন মোল্লা উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের এজাহার মোল্লার ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক জানান, ডিবি পুলিশের এসআই মো. আল মামুন হোসেন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামুনকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী মামুন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক