ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
ভোলা : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মো: কামাল মাঝি নামে এক ব্যক্তির লাশ প্রায় আট মাস পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উত্তোলন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কামাল মাঝির ছেলে রাজ্জাক সিআর কোর্ট বাকুলিয়া চট্টগ্রামে একটি মামলা দায়ের করেন। মামলা পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ভোলা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ উত্তোলন করেন পিবিআই উপ-পরিদর্শক মো: মেজবাহ উদ্দিন।
রাজ্জাক মামলায় উল্লেখ করেন, গত বছর ১৫ জুন দিবাগত রাতে চট্টগাম বাকুলিয়া থানার রাজাখালী এলাকা ৩৫ নম্বর ওয়ার্ডের বাসা থেকে কামাল মাঝিকে নজরুল ইসলাম, মো: মিলন, জেবল হক, শাহে আলম ও রহমান ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরের দিন ১৬ জুন সকালে একই এলাকার বাসা থেকে ৫০ মিটার দূরে গেরেজের অফিসে কামাল মাঝির লাশ পাওয়া যায়। ২১ সেপ্টেম্বর নিহত কামাল মাঝির ছেলে রাজ্জাক পাঁচজনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার প্রয়োজনে পিবিআই লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক