ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ভোলার জামিরালতায় তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম ইব্রাহিম (৪০)। সোমবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ভোলা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েস্টার্ন পাড়ার জামিরা লতা এলাকায় একটি তুলার গুদামের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের তিনটি বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও স্থানীয় সাধারণ মানুষ প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুন নেভাতে গিয়ে ইব্রাহিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ধোয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে একটি তুলার গুদাম সহ চার-পাঁচটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিরূপন করা সম্ভব হয়নি।
অপরদিকে ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সুমন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, তুলার গুদামের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক