ভোলায় ট্রলারে গ্যাসের চুলার আগুনে পুড়ল জেলের শরীল

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

ভোলায় ট্রলারে গ্যাসের চুলার আগুনে পুড়ল জেলের শরীল
নিউজটি শেয়ার করুন

 

ভোলার মনপুরার মেঘনায় ইলিশ ধরা অবস্থায় এক জেলে ট্রলারে ভাত রান্নার সময় গ্যাসের চুলার আগুনে মো. ফুয়াদ (১৪) নামে এক কিশোর দগ্ধ হয়। এতে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।

 

বৃহস্পতিবার দুপুর ১টায় মনপুরার পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় রিয়াজ মাঝির ট্রলারে এ ঘটনা ঘটে।

 

উন্নত চিকিৎসার জন্য ফুয়াদকে ঢাকায় প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত।

 

চুলার আগুনে দগ্ধ হওয়া ফুয়াদ উপজেলার হাজীরহাট ইউনিয়নের সোনার গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি ওই জেলে ট্রলারে বাবুর্চির দায়িত্বে ছিলেন।

 

ঘটনা সূত্রে ও জেলে ট্রলারের মাঝি জানান, ভাত রান্নার পর গ্যাসের চুলা উল্টে বাবুর্চির দায়িত্বে থাকা জেলে ফুয়াদের ওপর পড়ে। এতে গরম ভাতের পানি ও চুলার আগুন তার গায়ে লাগে। পরে তাকে দ্রুত মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার নাইমুল হাসনাত জানান, আগুন ও গরম ভাতের পানিতে জেলের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ