ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১
ভোলার দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট (জাল ভোট) দেওয়ার অভিযোগে রাকিব (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোট চলাকালীন সময়ে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২১ নম্বর উত্তর-পূর্ব মধ্য জয়নগর সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
রাকিব একই ইউনিয়নে বাসিন্দা। কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত এ কেন্দ্রে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক