ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ বাড়ি থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মান্নান ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ বাড়ির বাসিন্দা। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নুর নাহার বেগম দুই সন্তান নিয়ে পলাতক।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, স্ত্রী নুর নাহারের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিলো মান্নান বেপারীর। রোববার দুপুরের দিকে নিহতের নিজ বাড়িতে তার গলা, মুখের বিভিন্ন জায়গা ও বিশেষ অঙ্গ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার স্ত্রী জড়িত। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিয়য়ে তদন্ত চলছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক