ভোলায় একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন সুমাইয়া

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

ভোলায় একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন সুমাইয়া
নিউজটি শেয়ার করুন

 

ভোলা: ভোলায় একসঙ্গে তিন শিশু জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার (২৭) নামের এক নারী। এদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর রোড়ের একটি বেসরকারি হাসপাতালে তিন যমজ শিশু জন্ম দেন তিনি।

 

সুমাইয়া আক্তার ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীমের স্ত্রী। স্থানীয় মোহনা ডায়াগনস্টিক ও হাসপাতালের পরিচালক মো. ইউনুছ শরীফ জানান, সন্ধ্যার দিকে সিজার অপারেশনের মাধ্যমে তিন শিশুর জন্ম দেন সুমাইয়া।

 

সাড়ে ৬টার দিকে একটি ছেলে সন্তান জন্ম দেন তিনি। পরে আরও একটি ছেলে ও মেয়ে সন্তান জন্ম দেন সুমাইয়া। মা ও শিশুরা সুস্থ রয়েছে। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন।

 

তিনি আরও জানান, ওই প্রসূতির পরিবার আগে থেকেই যমজ শিশু জন্ম নেওয়ার কথা জানতেন। সফলভাবে শিশু জন্ম নেওয়ায় খুশি তাদের স্বজনরা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ