ভোলায় ইলিশ ধরায় ৩১ জেলের জরিমানা

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায় ইলিশ ধরার দায়ে ৩১ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (১০ এপ্রিল) ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ রায় দেন।

 

এছাড়াও অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে।

 

ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় অভয়াশ্রমে ইলিশের শিকারের সময় চর নামে এলাকায় থেকে ৩৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে অপরাধ স্বীকার করায় ৩১ জনকে চার হাজার করে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্য তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ