ভোলায় আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত আটক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাত আটক
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলার মেঘনা নদীতে থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাসহ চার সক্রিয় ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

 

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন ভোলার চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল্লাহ বাহিনীর প্রধান আব্দুল্লাহসহ চারজনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গোলা, দুই রাউন্ড ফাঁকা গোলা, চারটি বগি দা, একটি ইলেকট্রিক শক স্টিক এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

 

 

আটক চার ডাকাত ও জব্দ করা আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ