ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে বেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অভিযোগে একটি বেকুসহ দুজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. মেহেদী হাসান (৩০) ও মো. হোসেন (৩১)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে জরিমানা করে তজুমদ্দিন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের মহিষ খালী গ্রামের মেঘনা নদী থেকে বেকুসহ তাদের আটক করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর হক রাতে জানান, ওই এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে উপজেলার নির্বাহী অফিসার অভিযান চালিয়ে বেকুটি জব্দ করে এবং জড়িত দুজনকে আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনের এক লাখ টাকা জরিমানা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক