ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে চরদখলের অভিযোগে নাছির উদ্দিন নান্নু চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ডিসেম্বর) দুপুরে চর বৈরাগিয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চর বৈরাগিয়ার জমির প্রকৃত মালিকরা অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী জমির মালিকরা অভিযোগ করে বলেন, চাঁদাবাজ ও জাল দলিলকারী চক্র, সন্ত্রাসী, মামলাবাজ মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু ও তাঁর সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবত জোরপূর্বক আমাদের মালিকানা জমি দখল করে আছে। আমাদের জমিতে আমাদের চাষাবাদ করতে দিচ্ছে না।
এছাড়াও মানববন্ধনে চর বৈরাগীয়া শিকস্তী ভূমি মালিক সমিতির সদস্য মাহামুদুল হক বলেন, দৌলতখান উপজেলাধীন মদনপুর ইউনিয়নের চর বৈরাগিয়া মৌজার প্রায় ৪১০০ একর নাল জমি আমি সহ আরো অনেক লোকজন রেকর্ডীয় মালিক নিযুক্ত। উক্ত জমিতে বর্তমানে নতুন চর জেগেছে। এই চর দেখে নাছির উদ্দিন নান্নু চেয়ারম্যান ও তাঁর পালিত সন্ত্রাসী বেলায়েতের লোভের কারণ জন্মে।
নান্নু উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। তাঁরা জনবলে ও অর্থবলে বলিয়ান বিধায় আমাদের রেকর্ডীয় জমি দীর্ঘ দিন যাবৎ জোর পূর্বক ভোগ দখল করার পায়তারা করছে। রেকর্ডীয় জমি থেকে আমাদের বাসস্থান দূরবর্তী হওয়ায় এবং তাদের নিকটবর্তী হওয়ায় তাদের প্রভাবে জমিতে বর্তমানে ফসলাদি রোপন করতে পারি না।
আমরা সকল রেকর্ডীয় মালিকগণ ফসলাদি রোপন করতে গেলে বিবাদীগণ সর্দার, লাঠিয়াল, সন্ত্রাসী ও জলদস্যু প্রকৃতির লোক নিয়ে এসে আমাদের কে বাধা প্রদান করে। এছাড়াও আমাদেরকে হুমকি দিয়া বলে যে, যদি রেকর্ডীয় জমিতে ফসলাদি রোপন করলে খুন করবে, লাশ বস্তায় ভরে মেঘনা নদীতে ভাসাইয়া দিবে। বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করবে। এ বিষয় নিয়া আমরা কোথাও কোন অভিযোগ দিলে বা বিচার প্রার্থী হইলে আমাদের কে চরম শিক্ষা দিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করে।
উল্লেখ্য, এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, আলাউদ্দিন তালুকদার, আব্দুল হক ফরাজী মামুন, রাবেয়া বেগম, দুলাল হাওলাদার।
এ বিষয়ে অভিযুক্ত মদনপুর ইউপি চেয়ারম্যান নাছিরউদ্দিন নান্নু, বেলায়েত হোসেনসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা এসব ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক