ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
ভোলা : ভোলার চরফ্যাসনে হাঁস নিয়ে দ্বন্দে সৎ ছোট ভাইয়ের আঘাতে পারুল বেগম (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভা ৬ নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন সৎ মা ছফুরা বেগম(৫০)। এ ঘটনায় চরফ্যাসন থানা পুলিশ নিহতের পিতা কাশেম, সৎ মা রেহানা, স্বামী আজাদসহ চারজনকে আটক করেছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন।
অপর গুরুতর আহত নারী ছফুরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন। নিহত পারুল বেগম ওই গ্রামের আবুল কাশেমের দ্বিতীয় স্ত্রীর মেয়ে।
প্রতিবেশীরা জানান, আবুল কাশেম দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে একই বাড়িতে বসবাস করছেন। সম্প্রতি সময়ে কাশেমের বড় স্ত্রী ছফুরার একটি হাঁসের চোখ উপরে দেন সৎ ছেলে আনোয়ার হোসেন। এনিয়ে কয়েকদিন যাবত কাশেমের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে দ্বন্দ চলে আসছিলো।
এনিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির সুত্র ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষে আবুল কাশেমের বড় স্ত্রী ছফুরা বেগম ও মেয়ে পারুল বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত মা ছফুরা বেগম ও মেয়ে পারুল বেগমকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত বলে জানান।
চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক