ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১
ভোলা : ভোলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দোকান, গাড়ি ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় ভোলা শহরের ৬নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুক এর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মটরসাইকেল, ভাঙচুর করা হয়।
অপরদিকে, শহরের ৫নং ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমান সমর্থকদের মধ্যে মধ্যে সহিংতার ঘটনা ঘটে। এসময় একটি নির্বাচনী অফিস ও অটোরিক্সা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক