ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ভোলা : ভোলায় নিজের রুম থেকে প্রদীপ বণিক (৩০) নামে স্বর্ণ দোকানের এক কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহত প্রদীপ বণিক ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বিপুল বণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রদীপ বণিকসহ পরিবারের সদস্যরা তজুমদ্দিন উপজেলার আড়াইলিয়া গ্রামের অচুত্যনন্দ ব্রহ্মচারী (অনিল বাবাজী) মন্দিরে তিরোধাম উৎসবে যান। রাতে বাড়ি ফিরে প্রদীপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তার রুম থেকে শব্দ শুনে তার মা চিৎকার করেন। ওই সময় স্থানীয়রা ছুটে এসে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পান।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘নিহতের পরিবারের দাবি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন প্রদীপ। যার কারণে তিনি দা দিয়ে নিজের হাতের রগ কেটে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারবো।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক