ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নের জুনিয়ায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় নাঈমা আক্তার (১০) বছরের এক কিশোরির মৃত্যু হয়েছে। সে জুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার গ্রাম্য হোটেল ব্যাবসায়ী ইব্রাহীম হাওলাদারের তৃতীয় সন্তান।
স্থানীয় ,পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে, আজ মঙ্গলবার সকাল আনুমানিক নয়টার দিকে ওই কিশোরি বাবার দোকান থেকে আটার রুটি কিনে নিজ বাড়িতে ফেরার পথে তেলিখালী পুলিশ তদন্তকেন্দ্রের অতি অদুরে থাকা একটি গোল চত্বরের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একই মোটর সাইকেলে দুই জন নিকট আত্মীয়সহ জুনিয়া গ্রামের ইমাম হোসেন(১৫) নামের এক কিশোর হেলমেট ছাড়াই সাইকেলটি দ্রুত গতিতে তাকে চাপা দেয় এতে ঘটনাস্থালেই তার মৃত্যু ঘটে। বলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শর (এসআই) নুরুল আমিন।
এসময় চালক সহ মোটর সাইকেল থাকা ঝালকাঠী জেলার বাসিন্দা এবং ওই এলাকার জামাই মো. মিলন হোসেন (২৫) এবং চালকের অপর এক বন্ধু পার্শবর্তী মঠবাড়িযা উপজেলার বাসিন্দা আর এক কিশোর আসলাম (১৬) আহত হয়। স্বজনরা ঘটনাস্থল থেকে কিশোরিকে সকাল সাড়ে দশটায় ভা-ারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মোটর সাইকেল সহ ওই তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে।ৎ
এবিষয়ে ভান্ডারিয়া থানার পুশিল পরিদর্শক(ওসি তদন্ত) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে নিহতের বাবা ইব্রাহীম হাওলাদার বাদি হয়ে ওই তিন জনকে আসামী করে কিশোর আইনে এবং একটি হত্যা মামলা দায়েরর প্রস্তুুতি চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক