ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী এলাকার বাবুল হাওলাদার(৪২),নদমুলা গ্রামের মনির জমাদ্দার(৪৫) এবং ভিটাবাড়িয়ার মঞ্জু হাওলাদার(৩৮) নামের তিন মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার নদমুলা ইউনিয়নের চরখালী এলাকা মনির জোমাদ্দার কে ১০০গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। এস আই ইদ্রিস আলী বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ।
এদিকে একই রাতে উপজেলার নদমুলা গ্রাম থেকে বাবুল হাওলাদারকে ১০০পিচ ইয়াবা এবং এর একদিন আগে ভিটাবাড়িয়া ইউনিয়ন মঞ্জুকে ১৬পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয় । এদের বিরুদ্ধে পৃথক ভাবে এসআই হুমায়উন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করে মামলা দায়ের করে।
ওসি আরো জানান,বাবুলের বিরুদ্ধে এর পূর্বের দুটি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক