ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইকড়ি গ্রামে হাওলাদার বাড়ি থেকে নিশা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সৌদি প্রবাসী সোলায়মান হাওলাদারের মেয়ে। নিশা ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ এ ঘটনায় মেয়েটির মা নিপু আক্তারকে আটক করেছে। স্থনীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বসতঘরের বারান্দায় নিশার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
ঘটনার পর মেয়েটির মা আত্মগোপন করায় এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। তাই পুলিশ নিশার মাকে আটক করেছে।
অপর একটি সূত্রে জানা যায়, প্রবাসী সোলায়মানের স্ত্রী নিপু আক্তারের সঙ্গে স্থানীয় দুই ব্যক্তির পরকীয়া চলছিল। ওই দিন নিশা তার মায়ের অপকর্ম দেখে ফেলায় কৌশলে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে। ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক