ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. ইস্রাফিল (৪) ও মো. আইয়ুব আলী নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার নদমূলা ইউনিয়নের হেতালিয়া গ্রামে।
মৃত দুই শিশু হলো- ওই গ্রামের খোকন হাওলাদারের ছেলে ইস্রাফিল ও একই গ্রামের একই বাড়ির মাসুম হাওলাদারের ছেলে আইয়ুব আলী (৪)। মৃতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।
নিহতদের ফুফু নাদিরা বেগম জানান, দুপুরে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইস্রাফিল ও আলী। পরে তাদের খোঁজ পড়লে পুকুর থেকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক