ব‌রিশা‌লে তরুনীর মর‌দেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

ব‌রিশা‌লে তরুনীর মর‌দেহ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

ব‌রিশাল : ব‌রিশা‌লের বাবুগঞ্জ উপ‌জেলার রহমতপুরে এক‌টি খা‌লের পাশ থে‌কে তরুনীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ। বুধবার সকা‌লে বাবুগ‌ঞ্জের রহমতপুর ব্রী‌জের নীচের রাজা‌রে‌বেড় খাল থে‌কে মর‌দে‌হটি উদ্ধার করা হয়।

 

মৃত মাকসুদা (২১) বাবুগঞ্জ উপ‌জেলার প‌শ্চিম পাংশা এলাকার আব্দুল মা‌লেক সরদা‌রের মে‌য়ে। ‌তার মে‌য়ে মান‌সিক ভারসাম্যহীন ছি‌লো ব‌লে দা‌বি তার। গে‌লো রা‌তে সে সবার অজা‌ন্তে ঘর থে‌কে বের হ‌য়ে যায়।

 

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিট‌নের এয়ার‌পোর্ট থানা পু‌লি‌শের ও‌সি জা‌হিদ বিন আলম জানান, মৃত‌দেহ উদ্ধার করে ময়নাতদ‌ন্তের জন্য শেবা‌চিম হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ময়নাত‌দন্তের প্র‌তি‌বেদন হাতে পে‌লে এটা হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা তা বোঝা যা‌বে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ