ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১
স্রোতসীনির ধারায়-
বয়ে চলছে সময়।
এগিয়ে চলছে দেশ,
সফল হচ্ছে বাংলাদেশ।
কঠর ভাবে করছে কাজ
পদ্মা সেতু গড়ছে আজ।
বাবা মেয়ের প্রতিদান,
মুগ্ধ করছে সবার প্রাণ।
শক্ত হাতে দরছে হাল
বীরের মতো করছে কাজ।
ফুরিয়ে যাবে সময়!
কিন্তু, প্রতিটি মানুষের অন্তর জুড়ে –
রয়ে যাবে তাদের
বীরত্বের অমর কাহিনী।
মানুষের মনের মনি কোঠায়!
থেকে যাবে বীর কন্যার এই বীরত্ব,
বহু মুল্যের কিছু স্মরণীয় স্মৃতি।
লেখক:-
মঠবাড়িয়া
কুলসুম আক্তার
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক