ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা স্থাপনের কাজ চলছে। বুধবার (৭ জুন) থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে, আগামীকাল শনিবার (১০ জুন) শেষ হওয়ার কথা রয়েছে।
এই তথ্য জানিয়েছেন ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিন শরীফ। তিনি বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
আগামী শনিবারের মধ্যে ক্যামেরা স্থাপনের লক্ষ্য নির্ধারন করা হয়েছে। রোববার ট্রায়াল দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনে ৮৯৪ টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে।
প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৪৬ টি ক্যামেরা থাকবে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা অংশ নিচ্ছে। মোট ভোটার হলো ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছে।
প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং যন্ত্রের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০ টি ওয়ার্ডে ভোট গ্রহন করা হবে। এরআগে গত ২৯ মে দেড় হাজার ইভিএম এসে পৌছেছে।
আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এছাড়া পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক