ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১ লাখ ছুঁই ছুঁই। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার।
শনিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৩৫০ জন করোনা রোগী। এর মধ্যে মারা গেছেন ৩০ লাখ ৯৯ হাজার ৩১৫ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৪৬৬ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।
এরপরই রয়েছে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায়ও দেশটি। সেখানে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন। মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জনের।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৯ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ৬১ হাজার ৪৩২ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক