বিরোধী দলের সঙ্গে সখ্যতা, নলছিটিতে ছাত্রলীগ নেতাকে শোকজ

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

বিরোধী দলের সঙ্গে সখ্যতা, নলছিটিতে ছাত্রলীগ নেতাকে শোকজ
নিউজটি শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রেখে সংগঠনের ক্ষতির কাজে লিপ্ত থাকার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম রায়হানকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ।

 

 

রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রেখে সংগঠনের ক্ষতির কাজে লিপ্ত, সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম রায়হানের বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সাত কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

 

 

এ ব্যাপারে নলছিটি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম রায়হান বলেন, এ শোকজ নোটিশের আগে আমি পদ থেকে অব্যহতি চেয়েছি। আর আমি, আমার বাবা ও দাদা-এ তিন পুরুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি সারাজীবন দলের স্বার্থে আপোষহীন।

 

 

তবে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে নিস্ক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, অব্যহতিপত্র দেয়ার পর থেকে কোন কার্যক্রমে ছিলাম না।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ