ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: দুবাই থেকে মুম্বাই ফেরার পথে বিপাকে পড়লেন নায়ক শাহরুখ খান। মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে শুল্ক দফতর। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।
সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ রুপির ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার রুপি দেওয়ার পর ছাড়া হয় তাকে। শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে।
বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্য। এমনিতেই তার দামি ঘড়ি পরার শখ সুবিদিত। তার সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে। সূত্রের খবর, এবারও তেমনই কিছু সামগ্রী ছিল শাহরুখের কাছে।
সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক