ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
করোনার মধ্যেই বেড়েছে ঢাকায় ডেঙ্গুর সংক্রমণ। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি। তবে, দেশের অন্য বিভাগে আর কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘ্ণ্টায় আইইডিসিআররে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে ৪জনের তথ্য পাঠানো হয়। তাদের মধ্যে ২জনের তথ্য বিশ্লেষণ করে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক