ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১
বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানের ২য় দিনে দুইজন জেলে আটক হয়েছে। মঙ্গলবার উপজেলার সন্ধ্যা,সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে সকাল- সন্ধ্যা অভিযান চালিয়ে ইলিশ শিকারের অপরাধে তাদের আটক করা হয়।
এসময় নয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটক দুইজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মো. মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন করে সাজা প্রদান করে।
সাজাপ্রাপ্তরা হলেন রাকুদিয়া এলাকার কবির হোসেন(৪৩) এবং লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মাহে আলম(২৮)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের দিক নির্দেশনায় অভিযান পরিচালিত হচ্ছে। ইলিশ শিকারে জড়িতদের প্রতি কঠোর উপজেলা প্রশাসন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক