বানারীপাড়ায় শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫টি গাছের চারা রোপন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

২৮ সেপ্টেম্বর স্বাধীন বাংলার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন।

 

শুভ এই দিনটি উপলক্ষে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে সবুজ বনায়ন গড়ার সূচনা করা হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহর রক্ষা বাঁধের দুপাশে ৪০টি উন্নত জাতের বাদাম ও ৩৫টি কৃষ্ণ চুড়া গাছের চারা রোপন করা হয়।

 

জননেত্রীর ৭৫তম জন্মদিনে ৭৫টি গাছের চারা রোপন করেণ আওয়ামী যুবলীগ। এ সময় বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে “আমাদের একজন দেশরত্ন” শীর্ষক পথসভা অনুষ্ঠিত হয়।

 

অন্যন্যা বাংলার সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও তাঁর দীর্ঘায়ু কামনা করে বৃক্ষ রোপন কর্মসূচির পথসভায় কথা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, কার্যকরি পরিষদের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন, আওয়ামী লীগ নেতা সামসুদ্দোহা তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, যুবলীগ নেতা মো. মনির শেখ, সুজন মোল্লা, মশিউর রহমান সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহম্মেদ রুথেন প্রমূখ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ