বানারীপাড়ায় মাদক ব্যবসায়ী সোহেলের বাসা থেকে ২৮ কেজি গাঁজা-ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২২

বানারীপাড়ায় মাদক ব্যবসায়ী সোহেলের বাসা থেকে ২৮ কেজি গাঁজা-ফেন্সিডিল উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেলের বাড়িতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

 

 

শুক্রবার (২২ জুলাই) বিকাল ৫টার দিকে বরিশাল র‌্যাব-৮’র কম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদারের বাড়ির পাশে মহিষাপোতা গ্রামে ল্যাংডা সোহেলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা ওরফে ল্যাংডা সোহেল (৩৫), তার দুই সহযোগী শাহাদাত হোসেন (২৭) এবং হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়। এসময় সেখান থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

 

এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে ওই তিনজনকে আসামী করে রাতে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছের।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে- শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘ বছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র‌্যাব ও পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকড় দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে।

 

 

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ