বাউফলে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমগাছ থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের হাওলাদার বাড়ির পাশের আমগাছ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

 

মৃত কলেজছাত্রীর নাম মানসুরা আক্তার (১৮)। তিনি ওই গ্রামের আব্দুল হালিম হাওলাদারের মেয়ে এবং নুরাইনপুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, শনিবার মানসুরা তার নানা বাড়ি কেশবপুর গ্রামের আকরামিয়া স্কুলসংলগ্ন চৌকিদার বাড়ি বেড়াতে যান। সেখান থেকে সোমবার সকালে নিজ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।

 

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ঘরের পেছনে আমগাছে মানসুরার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। মানসুরার বাবা হালিম হাওলাদার বলেন, কী হল কিছুই বুঝতে পারছি না।

 

বাউফল থানার ওসি আল মামুন বলেন, কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ