ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ ‘সোলজার’ নামে বাংলাদেশের একটি ছবিতে কাজ করার কথা ছিলো বলিডউডের আইটেম গার্ল সানি লিওনির। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাকে ৩০ দিন দেশে থাকার অনুমতি দিয়েছিলো। কিন্তু খবরটি গণমাধ্যমে আসার পর বাতিল করা হয় তার দেশে আসার অনুমতি। কেনো তার অনুমতি বাতিল করা হলো?
সানি লিওন বাংলাদেশে আসার জন্য অন্য নাম ব্যবহার করেছিলেন। আর সেজন্যই বাংলাদেশে আসার অনুমতি বাতিল হয়েছে তার।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি পরিষ্কার করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
গেল ২ মার্চ ‘সোলজার’ নামে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং এক মার্কিন অভিনেত্রীকে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসা ও কাজের অনুমতি দেওয়া হয়। দশজনের ওই তালিকায় থাকা মার্কিন অভিনেত্রীই সানি লিওনি, তালিকায় যার নাম দেওয়া ছিল করণজিৎ কাউর ওয়েভার নামে।
তথ্যমন্ত্রী বলেছেন, ভারতের ১০ শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন তার নাম ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নিবন্ধন করেছিলেন। পরিচয় গোপন করার কারণেই তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালেও বাংলাদেশে আসতে চেয়ে ব্যর্থ হন সানি লিওন। সেবার একটি অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন তিনি। ধর্মীয় সংগঠনসহ বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তির মধ্যে আয়োজক কর্তৃপক্ষ সেবার সানি লিওনের সফর বাতিল করতে বাধ্য হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক