ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ২২, ২০২১
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সৌদি আরব রিয়াদ শাখার আংশিক কমিটি ঘোষণা। গত শনিবার (২২ মে) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সৌদি আরব কার্যনির্বাহী কমিটির সভাপতি ইয়াকুব মিয়া (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক মঞ্জুর ইসলাম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে
মোঃ নসির উদ্দীন খান সভাপতি, মোঃ সেলিম খান সাধারণ সম্পাদক, এস এম সোহাগ আহমেদ সাংগঠনিক সম্পাদক ও মোঃ ওমর ফারুক কে সহ সভাপতি করে ৩১ সদস্যর কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির সহ-সভাপতি মোঃ ওমর ফারুক বলেন,
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সৌদি আরব কার্যনির্বাহী কমিটি এবং রিয়াদ শাখার সাবেক দায়িত্বশীল ,আলি আজম খান, জালাল আহমেদ শাওন, ইউসুফ খান,ইঞ্জনিয়ার আসমাউল হোসেন,আবু তাহের ও হারুন মাতুব্বর হিরো সহ সকলের প্রচেষ্টা আজ এই কমিটি দিতে সফল হয়েছে , তাই কেন্দ্রের পাশাপাশি সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা দেশ থেকে আসা বঞ্চিত প্রবাসীদের পাশে মানবিক সহায়তা দিচ্ছি এবং সকল প্রবাসীদের অধিকারের কথা বলে যাচ্ছি। আমাদের এই সংগঠনকে আরো বেগবান করার লক্ষ্যে সকলের দোয়া প্রার্থনা করছি এবং প্রবাসে থাকা সকল ভাইদের প্রবাসী অধিকার পরিষদে যোগ দেয়ার উদাত্ত আহবান জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক