বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আজ

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী আজ
নিউজটি শেয়ার করুন

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী।

 

বাঙ্গালীর রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই উপমহাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রানের সংগঠনটির নাম ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’ থাকলেও স্বাধীনতার পর ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামকরণ করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।

 

বাংলাদেশ ছাত্রলীগ ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভ্যানগার্ড হিসাবে কাজ করছে। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি দেওয়া নেতাকর্মীরা বর্তমানে জাতীয় রাজনীতিতেও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।

 

ছাত্রলীগের মূল দল ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠনটির নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে বেশকিছু নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আলোচনা-সমালোচনায় আসতে হয়েছে ছাত্রলীগকে।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই সংগঠনকে পুনরায় আবারো সুনামের ধারায় ফিরিয়ে আনাই প্রথম ও প্রধান লক্ষ।

 

দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে এ জানিয়েছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ