বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নিউজটি শেয়ার করুন

 

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রত্যেক দপ্তর থেকে স্বাস্থ্য বিধি মেনে সর্বাধিক ৪ জন করে বেলস পার্ক বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।

রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। সোহল চত্বরে আওয়ামী লীগের দালীয় কার্যালয়ে ভোর ৬টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এই পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

 

দিবসটির শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

 

এছাড়া সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও জোহর নামাজের পর বরিশাল কালেক্টরট মসজিদসহ সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া, মোনাজাত, প্রার্থনা করা হবে। ছাড়াও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, হামদ/নাত, চিত্রাংকন, ‘শিক্ষার আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন ভিত্তিক আবৃত্তি ও সংঙ্গীতের আয়োজন করা হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ